ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ – বাংলারদর্পন

 

বাংলারদর্পন >>>> ফেনীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি ফেনীর পৌর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ কে ঘিরে সকাল থেকে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। নানান রঙ্গের প্লেকার্ড, ফেষ্টুন এ বঙ্গববন্ধু, শেখ হাসিনা, যুবলীগ চেয়ারম্যান, আলা উদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম ও নিজাম উদ্দিন হাজারীর ছবি প্রদর্শন করে।

সমাবেশে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন ও ফেনী পৌর যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁঞা।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খোন্দকার, জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম স্বপন মিয়াজী, লুৎফুর রহমান খোকন হাজারী, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক করিম উল্যাহ আজাদ, ফেনী পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফ, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, সাধারন সম্পাদক একরাম পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ভূঁঞা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এছাড়া ফেনীর রাজাঝির দিঘীর পাড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং কেক কাটা হয়।

উক্ত শোভাযাত্রা ও সমাবেশে ফেনী জেলার ৬ উপজেলা এবং ফেনী পৌর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *