ফেনী প্রতিনিধি :
ফেনীর সুলতানপুরে চাদাঁ না পেয়ে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাঈমুল হাসানকে আজ বিকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর পিছনে একটি ঘর থেকে গ্রেফতার করে পুলিশ।
সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তোলা হলে আসামি নাঈমুল হাসান ঘটনার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
নাঈমুল হাসান ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়ার নাজিম উদ্দীনের ছেলে ও প্রধান আসামি কালামের সহযোগী ।