মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন এসআই শাহ কামাল

 

এম,তানভীর আলম : এসআই/মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম, সঙ্গীয় এস আই/ মোঃ নজরুল ইসলাম, এএসআই/নন্দন চন্দ্র সরকার, কং/৬১৩ কামাল উদ্দিন, কং/৬৫৮ মোঃ ইসমাইল হোসেন, কং/১০৬৭ আব্দুল হাই, কং/৬৭০ জ্ঞানময় চাকমা, কং/১৫১৪ সাইফ উল্লাহ, সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লাগনদের নিয়া  মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/১৭ খ্রিঃ তারিখ রাত্র ২৩:৫০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন, আলেখারচর এলাকাস্থ কোকাকোলা ফ্যাক্টরীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে আসামী (১) মোঃ এমরান হোসেন (২৫), পিতা- হানিফ মিয়া,সাং-গাজীপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে সহ একটি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯২২৫ আটক করতঃ উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ এমরান হোসেন এর দেহ তল্লাশী শেষে তাহার ব্যবহৃত পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯২২৫ গাড়ীটি তল্লাশী করিয়া উক্ত গাড়ীর পিছনের ঢালায় ০৪টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত, প্রতি বস্তায় ২০০ বোতল করিয়া মোট (২০০দ্ধ৪)=৮০০ (আটশত) বোতল ফেনসিডিল উদ্ধার করিয়া ০১/০৫/১৭ খ্রিঃ তারিখ রাত্র ০০:১৫ ঘটিকার সময় উক্ত ৮০০ বোতল ফেনসিডিল সহ উক্ত ধৃত আসামীর ব্যবহৃত পিকআপ ভ্যান, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯২২৫ গাড়ীটি আলামত হিসাবে জব্দ করেন। একই অভিযানে কোতয়ালী মডেল থানাধীন, ফৌজদারী মাঈন উদ্দিন বেকারীর সামনে রাস্তার উপর আসামী নুর মোহাম্মদ (৪২), পিতা- মৃত সুলতান আহম্মদ, সাং-হাজিয়ান, পোঃ চিরিঙ্গা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারকে আটক করতঃ উপস্থিতসাক্ষীদের মোকাবেলায় উক্ত ধৃত আসামী নুর মোহাম্মদ এর দেহ তল্লাশী করিয়া তাহার পড়নে থাকা প্যান্টের ডান সাইডের পকেট হইতে ০৩টি নীল রংয়ের পলিব্যাগের ভিতরে রক্ষিত, তন্মধ্যে ০২টি পলি ব্যাগের ভিতরে ২০০ পিস করিয়া মোট (২০০দ্ধ২)=৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর একটি পলি ব্যাগের ভিতরে ১০০ পিস মোট (৪০০+১০০)=৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (অ্যাম্ফিটামিন মাদকদ্রব্য) উদ্ধার করিয়া ০১/০৫/১৭ খ্রিঃ তারিখ রাত্র ০১:৫৫ ঘটিকার সময় উক্ত ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে জব্দ করা হয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হইয়া কোতয়ালী মডেল থানায় পৃথক ০২টি এজাহার দায়ের করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *