কুমিল্লায় ৪শ বস্তা চাল ছিনতাই

 

তানভীর আলম:

কুমিল্লায় চালক-হেলপারকে অজ্ঞান করে ৪শ‘ বস্তা চালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চালক ও হেলপারকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তিকরা হয়েছে। চালক মোখলেছুর রহমান ও হেলপার রাসেল চাপাই নবাবগঞ্জের বাসিন্দা।

ট্রাক ও চালের মালিক চাপাই নবাবগঞ্জ সদরের মো.আকবর হোসেন জানান,তার নবাব অটো রাইস মিল থেকে ৪শ‘ বস্তা চাল নিয়ে কুমিল্লার পংকজ এন্টারপ্রাইজের উদ্দেশ্যে যাত্রা করে ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৮ট্রাক। ভোর রাত সাড়ে ৪টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় যাওয়ার পর ট্রাক আটকে চালক ও হেলপারকে মারধর করে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞানকরে চালসহ ট্রাক নিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তিকরে। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করার জন্য লোকজন কুমিল্লা আসছেন বলে তিনি জানান।কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সালাউদ্দিন মাহমুদ জানান,ট্রাকের চালক ও হেলপারকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছে। দুইজনের চিকিৎসা চলছে। তাদের অবস্থা এখন উন্নতির দিকে।কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান,তারা এবিষয়ে কোনো অভিযোগ পাননি। তারা খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে জানবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *