হজ্জ পালনের সিদ্বান্ত নিয়েছেন লতিফ সিদ্দিকী

বাংলার দর্পন ডটকম : ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে রাজনীতি থেকে ছিটকে পড়া আওয়ামী লীগের একসময়কার প্রভাবশালী নেতা ও মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী এবার পবিত্র হজ্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি প্রথমিকভাবে হজ্বের নিবন্ধন প্রক্রিয়াও সম্পন্ন করেছেন। তাছাড়া এখন নিয়মিত নামাজও আদায় ও কোরআন-হাদিস পড়াসহ ধর্মচর্চায় অনেকখানি মনোনিবেশ করেছেন।

এর অাগে,  গত ১৩ ডিসেম্বর হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে নিজের ফেসবুকে এই প্রবীন রাজনীতিবীদ লিখেছেন “বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শান্তির ধর্ম ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস আজ মঙ্গলবার। আমি তাঁর প্রতি হৃদয় উৎসারিত আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। একই সঙ্গে মহান আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় তাঁর দোয়া কামনা করছি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *