চকরিয়ায় সড়ক দুর্ঘটনায়  স্কুল ছাত্র নিহত 

 

 

এ.কে.এম. বেলাল উদ্দীন,চকরিয়া :কক্সবাজার চকরিয়া উপজেলার মালুমঘাট পুলিশ ফাড়ির সামনে ভক্সি গাড়ির ধাক্কায় বাইতুল ইসলাম (১৫) নামের সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে।  সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাইকেল চালিয়ে বিদ্যালয় থেকে নানার বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট পুলিশ ফাড়ির সামনে পৌছলে ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয় ঘাতক গাড়িটি। নিহত বাইতুল ইসলাম উপজেলার মানিকপুর ইউনিয়নের ওমর মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার শাহালমের ছেলে দিদারুল ইসলামের মালিকানাধীন একটি ভক্সি গাড়ি চকরিয়া সদর থেকে ডুলাহাজারা আসছিলেন। ওইসময় গাড়িটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পেছন থেকে বাইকেল চালিয়ে আসা স্কুল ছাত্র বাইতুলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাইতুল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর পর ভক্সি গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার পরপর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি আটকের চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন তিনি। নিহত ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *