খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ড



আব্দুর রহিম,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ড, পুড়েছে দোকানপাট। খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের পাটোয়ারী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা না গেলেও এতে প্রয় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: আবুল হাসেম ভুইয়া জানান, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে আধাপাকা মার্কেটের একটি মোটর সাইকেলের গ্যারেজ থেকে আগুনের সুত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে তা অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনটি মোটর সাইকেলসহ মার্কেটের ৭/৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় এক ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছুই ভস্মিভুত হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রনে আসার পর খাগড়াছড়ি ও রামগড় থেকে ফায়ার সার্ভিসের পৃথক দুটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন।

মাটিরাঙ্গা উপজেলায় ফায়ার সার্ভিসের ভবন থাকার পরও জনবল নিয়োগ ও অগ্নিনির্বাপক যন্ত্রপাতি না থাকায় স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানের নিকট ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *