সোনাগাজীতে সরকারি ঘর ও কল দেয়ার নামে টাকা আদায় করেছে আবদুল্লাহ মেম্বার

ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব-দক্ষিণ চরখোয়াজ গ্রামে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ’র বিরুদ্ধে সরকারি ঘর বরাদ্দ ও টিউবওয়েল দেয়ার কথা বলে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।ওই গ্রামের অন্তত ২০ জনেরও অধিক পরিবারকে সরকারীভাবে টিউবওয়েল ও ঘর প্রদান করা হবে বলে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এলাকায় খোঁজ করলে এরকম বহু মানুষ পাওয়া যাবে যাদেরকে ঘর, টিউবওয়েল ও অন্যান্য ভাতা দিবে বলে টাকা নিয়েছে আব্দুল্লাহ মেম্বার।

এবিষয়ে জিজ্ঞেস করলে আব্দুল্লাহ মেম্বার স্বীকার করে টাকা ফেরত দিয়ে দিয়েছে বলে বক্তব্য দেয়। কিন্তু ভূক্তভোগীরা বলেন ফেরত দেয়া হয়নি।

ভূক্তভোগী আলাউদ্দিন, ইয়াসিন, আব্দুল হক জানান, সরকারী টিউবওয়েল দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ২০হাজার টাকা করে নিয়েছে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কোন টিউবওয়েল তারা পায়নি।

আবু তাহের, রাশেদা আক্তার, মাহবুল হক, হুমায়ুন কবির জানান, তাদের প্রত্যেকের কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়েছে।মোস্তফা মিয়া বলেন তার কাছ থেকে নিয়েছে ১৮ হাজার টাকা। দুলাল মিয়া জানান, তার কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়েছে। হাসিনা বেগম দেন ১৫ হাজার কিন্তু তারা কোন টিউবওয়েল পায়নি।

এছাড়াও আবুল কাশেম, আব্দুল হক, বিবি রাবেয়া অভিযোগ করেন, সরকারী বরাদ্দের ঘর দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেয়। কিন্তু কোন ঘরের ব্যবস্থা করে দেয়নি।

এবিষয়ে আব্দুল্লাহ মেম্বারের সাথে কথা বললে তিনি বলেন, টিউবওয়েলের জন্য ৭৫০০ টাকা সরকারী খরচ। অতিরিক্ত টাকা কেন নিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা নিয়ে তিনি চেয়ারম্যান কে দিয়েছেন। তবে ইউপি চেয়ারম্যান শামসুল সআরেফিনের বিষয়টি প্রত্যাখ্যান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *