ফেনীতে অস্ত্রসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসী গ্রেপ্তার | বাংলার দর্পন

ফেনী :
ফেনীতে বিদেশী পিস্তলসহ জিয়াউর রহমান নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭।

এর আগে সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল শাহিন হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত মো.জিয়াউর রহমান (৪০) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজনপাড়ার আবদুল ওয়াহাব মাঝির ছেলে।

ফেনীস্থ, র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, সে দীর্ঘদিন যাবত মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *