ফেনী প্রতিনিধি :
ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পূর্ণ হলো শ্রীশ্রী পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ’র পরমভক্ত ও শিষ্য ভবেশ মহাজনের অদ্যশ্রাদ্ধক্রিয়া এবং গীতাহোমযজ্ঞ। সোমবার সোনাগাজীর ঐতিহ্যবাহি তপোবন আশ্রমে এ গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়।
স্বর্গীয় ভবেশ মহাজন সোনাগাজী উপজেলা’র সদর ইউনিয়নের সম্ভ্রান্ত মহাজন বাড়ী’র প্রতাবশালী ব্যক্তিত্ব, বিশিষ্ট দানবীর, ধর্মানুরাগী সমাজ সেবক স্বর্গীয় দীনবন্ধু মহাজন’র ছোট পুত্র!
তিনি সোনাগাজী উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবলু মহাজন ও উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাবেক সাধারন সম্পাদক বিদ্যুৎ মহাজনের পিতা।
তিনি গত ২৭ ডিসেম্বর, শনিবার রাতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন পারিবারিক ভাবে মহাশশ্মানে অন্তুষ্টিক্রিয়া সম্পূর্ন করা হয়।