ফেনী :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে শিগগিরই যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মনিরা হক একথা বলেন।
জেলাপ্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কৃষিজমির ক্ষতি রোধে অবৈধভাবে টপসয়েল কাটা বন্ধ করতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে এবং এ বিষয়ে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মাদক ও চোরাচালান রোধসহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
জেলাপ্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার শফিকুল ইসলাম, পৌর প্রশাসক (উপসচিব) মো. নবীনেওয়াজ, সিভিলসার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান প্রমূখ।