সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মিন্টুকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর 

ফেনী প্রতিনিধি :

ফেনীর পরশুরামে  পানি সম্পদ উপ-মন্ত্রীর  ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায়  আহত পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় পশুরাম প্রতিনিধি  সাংবাদিক  আবু ইউসুফ মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্সে  হাসপাতালে  স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন  বিশেষজ্ঞ ডাক্তার গন,তার শরীরের মুখের ডান অংশ মাথা সহ এখনো অবশ রয়েছে। সিটিস্ক্যান রির্পোটেও মাথায় আঘাতের লক্ষন রয়েছে।

সোমবর সকালে ফেনী সদর হাসপাতালের তও্বাদায়ক ডাঃ বিধান চন্দ্র সেন গুপ্ত, ফেনীর সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জমান, আবাসিক মেডিকেলঅফিসার(আর এমও) ডাঃ আবু তাহের সহ  গঠিত মেডিকেল বোর্ড এ পরামর্শ দেন।

গত শনিবার পরশুরামে চিথলিয়াতে বন্যাদুর্গতদের মাঝে উপ-মন্ত্রীর  ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু গুরুত্বর আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

এদিকে, সাংবাদিক মিন্টুর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান- ফেনী’ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সোনাগাজী প্রেসক্লাব, বিএমএসএফ নেতৃবৃন্দ।

উল্লেখ্য একই এলাকায় এর আগে ২০১৬ সালের ৬ মে পশুরামের নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারের উপর হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *