ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীতে পুলিশ প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও গুজব প্রতিরোধে বর্ণাঢ্য র্যালি। ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়’ গুজবে কান দিবেন না এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে ফেনী মডেল থানার উদ্যোগে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ফেনী মডেল থানার সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড, দোয়েল চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ (অপারেশনস্ এন্ড ক্রাইম)।
আরও উপস্থিত ছিলেন, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোহাম্মদ রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া ও পরশুরাম সার্কেল) নিশান চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম,
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম সহ পুলিশ প্রশাসনের উর্দ্ধত্বন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে সচেতনতামূলক র্যালিতে অংশ নেয়।