গণধর্ষণ মামলার আসামী জহিরুল বন্দুকযুদ্ধে নিহত | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গণধর্ষণ মামলার আসামী জহিরুল ইসলাম(২০) রবিবার রাত আড়াইটার দিকে ফুলবাড়িয়ার পাটিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান ,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়ার পাটিরা এলাকায় গনধর্ষণ মামলার অন্যতম আসামী জহিরুলকে ধরতে গেলে তার সাথীরা প্রথমে ইটপাটকেল ছুড়ে পরে গুলি করে পুলিশ ও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায় ।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জহিরুলকে উদ্ধার করে মচিমহায় নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ফুলবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ ফিরোজ তালুকদার জানান,গত শনিবার(৩ আগস্ট) বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম এর সাথে প্রেমের সমপর্কের আকুতিতে বেড়াতে নিয়ে গিয়ে উপজেলার কুটিরা এলাকায় নির্জণ আকাশমণী বাগানে কিশোরীকে ধর্ষণ করে। পরে ঘাতক প্রেমিক জহিরুল কিশোরীকে তার বন্ধুদ্বয়ের হাতে তুলে দেয়।

তার দুই বন্ধু সাইদুল ও ফারুক পালাক্রমে ধর্ষণ করে এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে তারা পালিয়ে যায়।এ ঘটনায় গত রবিবার (৪আগস্ট) ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই কিশোরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *