আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের আমীরের জরিমানা

ফেনী :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোনাগাজীতে এক জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারি রিটার্নিং অফিসার।

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

 

জানাগেছে, বিকাল ৪টার দিকে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাই’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

 

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *