ফেনী :
পুলিশ ও আনসার ভাই ভাই এ দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোট কেন্দ্রে থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো। নির্বাচনে পুলিশের চেয়ে আনসার ভিডিপির সদস্যদের শক্তি অনেক বেশি, তারা জনবলেও বেশি, তাই দায়িত্বও বেশি থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আনসারের মৌলিক প্রশিক্ষণে উদ্বোধনকালে একথা বলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম।
পুলিশ সুপার আরো বলেন, এ ছাড়াও আনসার সদস্যরা স্থানীয় বাসিন্দা হওয়ায় তারা সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন। আগামী নির্বাচনে সকল আনসার ভিডিপির সদস্য ভোট কেন্দ্রে ভোটার, দায়িত্ব প্রাপ্ত পুলিশ, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পর্যবেক্ষক, সাংবাদিকসহ সংশিষ্টদের সাথে মার্জিত ব্যবহার করতে হবে।
জেলা আনসার কমান্ড্যন্ট কার্যালয়ে আনসারের মৌলিক প্রশিক্ষণে জেলা আনসার কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দীন’সহ আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ফেনী সদর উপজেলার দেড় শতাধিক যুবক অংশ গ্রহন করেন।