সোনাগাজীতে দমকল বাহীনির দুর্যোগ ও অগ্নি বিষয়ক মহড়া

 ফেনী  প্রতিনিধি :ফেনীর সোনাগাজী মো. ছাবের মডেল  পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকালে ফেনী দমকল স্টেশন এর পরিবেশনায় দুর্যোগ,  উদ্ধার ও অগ্নি বিষয়ক মহড়া অনুৃষ্ঠিত।

Exif_JPEG_420

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বৈশাখী বড়ুয়া। মহড়া পরিচালনায় নেতৃত্ব দেন ফেনীর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন ও সোনাগাজী স্টেশন লিডার অাবদুল কুদ্দুছ।
মহড়ায়  অফিস, অাদালতে, বাড়ী ও বিদ্যালয়ে অগ্নি কান্ডের সুত্রপাত,  গ্যাস স্প্রে করে অাগুন নিয়ন্ত্রন,  অাগুনের কুন্ড,  উপর থেকে জনসাধারণ কে উদ্ধার , দুর্যোগে সাধারন মানুষকে উদ্ধার,  দুর্ঘটনায় পতিত অাহতের উদ্ধার পুর্বক প্রাথমিক চিকিৎসা প্রধান এম্বুল্যান্সের মাধ্যমে হাসপাতালে প্রেরন সহ দমকল বাহীনির সকল কর্মকান্ডের মহড়া প্রদর্শন করেন।
এ সময় দমকল বাহীনির ১২ জন স্ট্যাফ পরিবেশনায় অংশ নেন এবং সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল  শিক্ষক ও শিক্ষার্থী মহড়া উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *