ফেনী প্রতিনিধি :
ফেনীতে কোটি টাকা মুল্যের ৪০ হাজার পিছ ইয়াবা ট্যবলেট ও প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী একটি সাদা রঙ্গের প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করে তল্লাশি চালায় র্যাব। এসময় গাড়ির তেলের ট্যাংকির পাশ থেকে ২০টি বান্ডেলে ২০০টি এয়ারটাইট পলিব্যাগের ভিতরে ৪০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
র্যাব এসময় গড়ি চালক মো.শাহাবুর আলী, ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তারসঙ্গী মনিষা আক্তার মৌ’কে আটক করে। আটকৃতদের বাড়ি রাজশাহী জেলায়। র্যাব আরো জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামী ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।