ফেনী প্রতিনিধি:
সোনাগাজীতে গৃহবধু নির্যাতনের ঘটনা আড়াল করতে পৌর কাউন্সিলর ও সমাজপতিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছে পঞ্চায়েত কমিটি ।
সোমবার বিকালে সোনাগাজী পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কাউন্সিলর ও পুর্ব চর গনেশ পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সাখাওয়াত হোসেন ভূঞা আলাউল।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, চরগণেশ গ্রামের মোতাল্লা বাড়ির মৃত আবদুল কুদ্দুসের ছেলে পর্তুগাল প্রবাসী কামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা কামাল উদ্দিনের প্রথম স্ত্রীকে শারীরিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
পরবর্তীতে কামাল উদ্দিন ২০১৯ সালে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের হাবিবুর রহমানের কন্যা জেসমিন আক্তারকে বিয়ে করে। পর্তুগালে ব্যবসা করার জন্য জেসমিনের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন।
দাবিকৃত যৌতুক না পেয়ে ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। সর্বশেষ গত বছরের ১ডিসেম্বর ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন চালিয়ে ঘরবন্দি করে রাখে। পরবর্তীতে ওই গৃহবধূকে পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে। ওই গৃহবধূ বাদী হয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। গৃহবধূর পরিবারের সদস্যদেরকে হয়রানির উদ্দেশ্যে পাল্টা আরেকটি মামলা দায়ের করেন। এ নিয়ে দুটি পরিবারের মধ্যে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কিন্তু গতকাল গৃহবধূ নির্যাতনকারী কামাল উদ্দিনের মা তঞ্জুবের নেছা ও বোন পাখী আক্তার উল্টো পৌর কাউন্সিলর এবং সমাজপতিদের বিরুদ্ধে সমাজচ্যুত করার কথিত অভিযোগ করে ফেসবুকে বক্তব্য দেন। এ নিয়ে সমাজ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর প্রতিবাদে আজ পৌর কাউন্সিলর, সমাজ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চরগণেশ সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপদেষ্টা নাছির উদ্দিন আরিফ ভূঞা, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, করিমুল হক, সাবেক সভাপতি কবির আহম্মদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, মোঃ আবদুল্লাহ, হারুন ভূঞা, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও নির্যাতিত গৃহবধূ জেসমিন আক্তার পিংকি প্রমুখ।
নারী নির্যাতন কারী পরিবারের সমাজচ্যুতির অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। তারা আরো দাবি করেন প্রচলিত আইনে দুটি পরিবারের মামলা চলছে। কিন্তু সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের জন্য মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
বাংলারদর্পণ