কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফ পশ্চিম বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনায় মো: বাবুল (২৭) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। ১ আগস্ট রবিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী নৌকার ঘাট থেকে সাগরে মাছ শিকার করতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সে টেকনাফ সদর ইউনিয়ন আদর্শ গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে।
নিখোঁজ মোঃ বাবুলের ভাই মোঃ ইলিয়াস জানান, “আমার ভাই দীর্ঘ দিন যাবত টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার নুর মোহাম্মদ প্রকাশ
(শু নুম্মত) এর নৌকা দিয়ে সাগরে মাছ শিকার করতেন। সে অসুস্থ বোধ করার
কারণে আজ মাছ শিকার করতে যেতে অনিহা প্রকাশ করে। বাবুল অসুস্থ হওয়া সত্ত্বেও অগ্রিম টাকা নেওয়ার কারণে একপ্রকার জোরকরে
সাগরে মাছ শিকার করতে পাঠায় নৌকার মালিকের ছেলে মোঃ হেলাল উদ্দিন। এরপর নৌকাটি ডুবে গিয়ে অন্য জেলেরা কূূলে ফিরে আসে। কিন্তু আমার ভাই এখনো নিখোঁজ রয়েছে। ”
প্রক্ষদর্শীরা জানান, সাগরে যেতে না যেতে নৌকাটি ডুবে যায়। নৌকাতে ৬ জন জেলে ছিল। ৬ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে চলে আসলেও অসুস্থ মোঃ বাবুল কূলে ফেরত আসতে পারেনি। একপর্যায়ে সাগরের পানিতে ভেসে যায়।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী ঘাটে সাগরে নৌকা ডুবির ঘটনার এক জেলে নিখোঁজ রয়েছে বলে জেনেছি। ‘