কক্সবাজার সংবাদদাতা :
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বিরোধ চরম আকার ধারণ করেছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের এ দু’সংগঠনের সদস্যদের মাঝে উত্তেজনা চলে আসছিল।
এর জের ধরে ১ আগষ্ট রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উখিয়ার কুতুপালং নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ডি-ব্লকের আরএসও নেতা আবু সৈয়দ @ আব্দুল্লাহকে অপহরণ করে আরসা নেতারা। এ সময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় পাশ্ববর্তী রোহিঙ্গা এনামুল হাসান (৩৭)।
পরে ক্যাম্পের রোহিঙ্গাদের সহযোগিতায় পুলিশ ব্লক রেইড অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর অপহৃতকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে। আহত দু রোহিঙ্গাকে ৯ নং ক্যাম্পের তুর্কী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
কক্সবাজার ১৪ এপিবিএন সুত্রে জানা যায়,
১ আগস্ট রবিবার রাত ৮ টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর ডি-ব্লকে রোহিঙ্গা আবু সৈয়দ @ আব্দুল্লাহ এর বাড়ীতে আরসা (ARSA) নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) @ কালা জোবায়েরের নেতৃত্বে ৫০/৬০ জন অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসীরা ৭ নং ক্যাম্পের ব্লক-ডি/৯ এর আলী আহাম্মদের ছেলে আবু সৈয়দ @ আব্দুল্লাহ (৩৮) ঘর চারপাশে ঘিরে ফেলে।
কালা জোবায়ের ক্যাম্প-৭ ব্লক-বি/৮ এর হামিদ হোসেনের ছেলে। একপর্যায়ে আরসা সন্ত্রাসীরা আরএসও নেতা আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পাশর্বর্তী রোহিঙ্গা তোফায়েল আহমেদের ছেলে এনামুল হাসান (৩৭) তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এতে সন্ত্রাসীরা এনামুল হাসানকে গুলি করে আব্দুল্লাহকে নিয়ে সটকে পড়ে। অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ @ আব্দুল্লাহ আরএসও নেতা এবং এনামুল হাসান তার সমর্থক বলে জানা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে নৌকার মাঠ ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে উক্ত এলাকায় ব্লক রেইড অভিযান জোরদার করে। চার ঘন্টা ধরে ঘটনাস্থলের আশ পাশ এলাকা এবং বের হওয়ার রাস্তা সহ সম্ভাব্য সন্ধিগ্ধ স্থান কর্ডন করে ব্লক রেইড পরিচালনা করে।
অভিযান টিম এর তৎপরতায় রোহিঙ্গা সন্ত্রাসীরা ভীত হয়ে (২ আগস্ট) মধ্যেরাত পৌনে ১ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ ও রোহিঙ্গা ক্যাম্প ৮ ইষ্ট(৮ এপিবিএন আওতাধীন)এর সংযোগ স্থলে খালের পাড়ে অপহৃত ভিকটিমকে রেখে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় অপহৃত ভিকটিম কে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প- ৯ এর তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের বাম হাতে ও ডান পায়ে গুলির মত আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পর পর ৩ টি গুলি শব্দ হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে এনামুল হাসান বাম পায়ে হাটুর নিচে গুলি বিদ্ধ হয়ে আহত হয়। নৌকার মাঠ ক্যাম্প পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে তাকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প- ৯ এ অবস্থিত তুর্কি হাসপাতালে প্রেরণ করে।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক মোঃ নাইমুল হক জানান, ” পুলিশ উক্ত এলাকায়
অভিযান পরিচালনা অপহৃত আবু সৈয়দ @ আব্দুল্লাহকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ”
তিনি আরো জানান, ” প্রাথমিকভাবে জানা যায় কথিত (ARSA) আরসা নামধারী আল-ইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএরও (RSO) এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে । ”