ফেনী প্রতিনিধি :
দলীয় কোন্দলের জের ধরে ফেনীর রামপুরে যুবদল নেতাকর্মীদের গুলি চালিয়েছে স্বদলীয় অস্ত্রধারীরা । এ সময় সাইফুর রহমান রুবেল ও সাইফুদ্দীন তুহিন নামের দুই জন যুবদলকর্মী আহত হয় । সোমবার রাত সাড়ে দশটার দিকে রামপুর পাটোয়ারী বাড়ির পুকুর ঘাটে এ ঘটনা ঘটে।
এসময় দু্ই যুবদল কর্মী আহত হলেও যুবদল নেতা আনোয়ার পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান দোলন অল্পের জন্য রক্ষা পায় ।
জেলা যুবদেলের প্রচার সম্পাদক রাসেল পাটোয়ারী জানায়, রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পুকুরের ঘাটে বসে আড্ডা দিচ্ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান দোলন , আতিকুর রহমান মামুন, রাসেল পাটোয়ারী ও সাইফুর রহমান রুবেল ও সাইফুদ্দীন তুহিন। এসময় একটি সিএনজি যোগে দূর্বৃত্তরা এসে ঘাটে বসা নেতাদের লক্ষ করে গুলি করে চলে যায় তারা।এ সময় বন্দুকের গুলিতে রুবেল ও তুহিন পিঠে গুলিবিদ্ধ হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে ।
ফেনী পৌর বিএনপি সভাপতি আলা উদ্দিন আলাল, উক্ত ঘটনার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি দলের লোক হয়ে দলের সুনাম নষ্টকারীদের দলীয় হাই কমান্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে ।