সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঐতিহ্যবাহি এ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোর’আন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ’লীগ সভাপতি- প্রফেসর মফিজুল হক এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক- ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমএ মজিদ ভুলুমিয়া, ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, জোবেদা নাহার মিলি, যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, ছাত্রলীগ সভাপতি- রবিন চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ। এর আগে সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ।