ফেনী প্রতিনিধি :
ফেনী শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান ২১ মার্চ মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
ফেনী শিশু নিকেতন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) দেবময় দেওয়ানের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যন আবদুর রহমান বি.কম ও জেলা শিক্ষা অফিসার মো. সফি উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমার সাইফু ও স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মফতুজ আরা।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক রবিউল আউয়াল ও জোসনা আরা। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।