ফেনীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুুদ্ধিজীবি দিবস পালিত

ফেনী:
ফেনীতে নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে ফেনী কলেজ প্রাঙ্গণে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক, পুলিশ সুপার, সিভিলসার্জন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

 

এদিন সকাল ১১টার দিকে জেলাপ্রশাসনের আয়োজনে জেলাপ্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলাপ্রশাসক মনিরা হকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার শফিকুল ইসলাম, সিভিলসার্জন রুবাইয়াৎ বিন করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবু নাছের চৌধুরী, সদস্যসচিব আবদুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা ডাক্তার আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল করিম ভূঞা প্রমূখ।

এছাড়া জেলা সকল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুুদ্ধিজীবি দিবস পালন করা হয়।

 

বক্তারা বলেন, পরাজয় নিশ্চিত জেনে এদেশীয় রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সহযোগীতায় পাক-হানাদার বাহিনীর সদস্যরা বাংলাদেশের সুর্য সন্তানদের হত্যা করে। তাদের মুল উদ্দেশ্য ছিল এদেশকে মেধাশুন্য করা।

 

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাচলে ১৪ ডিসেম্বর ফেনীর ছয়জন বুুদ্ধিজীবিকে ঢাকায় নৃশংসভাবে হত্যা করে পাক-হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা।

ছয়জন শহিদ হলেন, কিংবদন্তী চলচ্চিত্র ব্যক্তিত্ব জহির রায়হান, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ঢাবির শিক্ষক ড. ফয়জুল মহী, সাংবাদিক সেলিনা পারভিন, শিক্ষক সিরাজুল হক খান ও পুলিশ কর্মকর্তা মামুন মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *