বড়পুকুরিয়া কয়লা খনি কতৃপক্ষ টেন্ডারের মাধ্যমে কয়লা বিক্রির সিদ্ধান্ত : ব্যবসায়ীদের মানব বন্ধন 

 

মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কতৃপক্ষ টেন্ডারের মাধ্যম কয়লা বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে পার্বতীপুর উপজেলা বড়পুকুরিয়া রেলগেট বাজার কয়লা ও অন্যান্য ব্যবসায়ী সমিতি সংবাদ সম্মেলন ও মানব বন্ধনের মাধ্যমে ঐ সিদ্ধান্তের বাতিল ও পুর্বের ন্যায় ট্রেড লাইসেন্সের মাধ্যমে কয়লা বিক্রয়ের দাবী জানান।  শনিবার সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া রেলগেট বাজার কয়লা ও অন্যান্য ব্যবসায়ী সমিতি কার্যালয় সমিতির সদস্য ও ইটভাটার মালিকদেরকে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন, সমিতির সভাপতি মো. মজিবর রহমান ও সাধারন সম্পাদক মো. রায়হান আলী ।

সংবাদ সম্মেলন ও মানব বন্ধন বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া রেলগেট বাজার কয়লা ও অন্যান্য ব্যবসায়ী সমিতি সভাপতি মাে. মজিবর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি কতৃপক্ষ বিসিএমসিএল /৮০০/৮১০/৮১১/০১/১৪০,  তারিখ-১৭/০৪/২০১৭ইং টেন্ডারের মাধ্যমে ৫০০ থেকে ১ লাখ টন কয়লা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাতিলের জন্য আজ আমরা এই সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করতে বাধ্য হই। গত ১০/০৪/২০১৭ইং তারিখে বড়পুকুরিয়া কাল মাইনিং কােম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ হাবিব উদ্দিন এর বরাবরে টেন্ডার প্রথা বাতিলের প্রতিবাদ সমিতির পক্ষ থেকে একটি আবেদন করি। কিন্ত খনি কতৃপক্ষ উক্ত আবেদনের পরিপ্রক্ষিতে কােন ব্যবস্থা গ্রহন করেননি। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে খনি কতৃপক্ষকে জানাতে চাই যে, এলাকার ব্যাবসায়ীদের ক্ষতিকর এরুপ টেন্ডার বাতিল করে পূর্বের ন্যায় সর্বনিন্ম ১০০ থক ৫০০ টন কয়লা ইট ভাটা এবং ট্রেড লাইসেন্স এর মাধ্যমে বিক্রয়ের নিয়ম বহাল রেখে পুনরায় কয়লা বিক্রয় করার দাবী জানান। যদি আগামী ২৭/০৪/২০১৭ইং তারিখের মধ্যে টেন্ডার প্রক্রিয়া বাতিল না করা হয় তাহলে কয়লা ব্যবসায়ী সমিতির সকল কয়লা ব্যবসায়ীদের এবং ইট ভাটার মালিকদেরকে নিয়ে বৃহত্তর আন্দােলন গড়ে তােলা হবে।

এ দিকে সমিতির সাধারন সম্পাদক মো. রায়হান আলী তার বক্তব্যে বলেন, আমরা ন্যায় সংগত দাবী আদায়ের আন্দোলন করছি। টেন্ডারের মাধ্যমে কয়লা বিক্রয়ের সিদ্ধানন্ত নেয়ার আগে সমিতির নেতৃবৃন্দের  সাথে ও ইট ভাটার মালিকদের সাথে বসা উচিৎ ছিল। কিন্তু খনি কতৃপক্ষ তা না করে একটি মহলের চক্রান্তে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেন।আমরা এতে চরম ক্ষতিগ্রস্ত¯ হবো। কতৃপক্ষ ঐ সিদ্ধান্ত থেকে সরে গিয়ে আগের সিদ্ধান্ত বহাল রাখার জন্য আহবান জানাচ্ছি। আর যদি আমাদের এই সিদ্ধান্তÍ মেনে না নেন তাহলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো বলে জানান।

সংবাদ সম্মেলন ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মাে. মজিবুর রহমান, সাধারন সম্পাদক মো. রায়হান আলী, সহ-সভাপতি মো. শফিউর রহমান, সহ-সাধারন সম্পাদক মো. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহির উদ্দিন (বানিয়া) , মো. আনোয়ার হােসেন ,  রংপুর বিভাগের ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক মো. আজিজুল হক, বদরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক মাে. শাহাজাহান আলী ।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কাল মাইনিং কোম্পনী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ¦ মো. হাবিব উদ্দিন এর সাথে মােবাইল ফোনে কথা বললে তিনি জানান, সরকারের উপরমহলের সিদ্ধান্তেÍ টেন্ডার এর মাধ্যমে কয়লা বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। উচ্চ মহলের সিদ্ধান্তের বাহিরে আমি কােন কাজ করবনা। তবে তারা একটি লিখিত আবেদন করেছে এই বিষয়টি আমি আমার উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে কােন সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবােনা। মানব বন্ধনে ব্যবসায়ী সমিতির সদস্য ,ইট ভাটার মালিকগন,¯স্থানীয় ব্যবসায়ী ,সাংবাদিক উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *