শামীম ইসলাম ডিমলা নীলফামারী :
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর কমিটি ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপুরে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারীর ডিমলা উপজেলায় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ_ মাজহারুল ইসলাম লিটন কে আহবায়ক, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহিদুল ইসলাম কে সদস্য সচিব ও দৈনিক দেশকাল প্রতিনিধি আবু হোসেন কে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, ডিমলা উপজেলায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।