সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই (শুক্রবার) বিকেলে সোনাগাজী পৌর শহরের নিউ হারবি কাবাব কনভেনশন হলে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সমিতি ইউকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ।
নবনির্বাচিত সভাপতি আফতাব হোসেন মমিন ভূঞার সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল আলম জহির, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ।
এসময় আরো বক্তব্য দেন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, গাজী মোহাম্মদ হানিফ, মোঃ ওবায়দুল হক, জহিরুল হক খাঁন সজিব, সহসভাপতি নুরুল আলম মহব্বত, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহ শহীদ, যুগ্ন-সম্পাদক রাসেল চৌধুরী, কোষ্যধ্যক্ষ এড. হেদায়েত উল্যাহ, দপ্তর ও প্রচার সম্পাদক মহি উদ্দিন খোকন,
নির্বাহী সদস্য কামাল উদ্দিন, ডা. শুকলাল দেবনাথ, ইলিয়াস সুমন প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপস্থিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ জানবে দেশবাসী। সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের নেতৃত্বে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবে।