নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ফরায়েজি বাড়ির কৃতি সন্তান ওমর সুলতান হৃদয়।
২৪জুন বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম সজিব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম আদি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হৃদয় কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্বভারের কথা জানানো হয়।
ওমর সুলতান হৃদয় এর আগে উক্ত কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রনেতা ওমর সুলতান হৃদয়ের নতুন পদ প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেন তার সমর্থক ও দলীয় নেতাকর্মীসহ তার জন্মস্থান ফরায়েজি বাড়ির বাসিন্দারা।