রাজবাড়ী প্রতিনিধি:
একের পর অসহায় মানুষের জন্য কাজ করে আসছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী। মার্চ মাসের ২৬ তারিখ থেকে এ পর্যন্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিয়ে আসছে মানবিক রাজবাড়ী।
তারিই ধারাবাহিককতায় ২৭ জুলাই সোমবার বেলা ১২টায় বরাট ইউনিয়নের গোপালবাড়ীতে অত্র ইউনিয়নের বিভিন্ন বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝে শতাধিক স্যাভলন সাবান ও মাক্স বিতরণ করে সংগঠনটি।
এ সময় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন দাবি আদায় ও সার্বিক ভাবে সহায়তা করার জন্য মানবিক রাজবাড়ী ও উপস্থিত সকলের কাছে সহায়তা কামনা করেন।
পরে প্রতিবন্ধীরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি আত্ম নির্ভরশীল সঞ্চয় সমিতি গঠন করার ইচ্ছে প্রকাশ করে।
সংগঠনের প্রধান উপদেষ্টা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও ফেসবুক বন্ধুদের আর্থিক সহায়তায় চলছে মানবিক রাজবাড়ীর কার্যক্রম।
এরই মধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে সংগঠনটি বেস সারা ফেলেছে রাজবাড়ীতে। তাদের সেবা মূলক কাজের মধ্যে একের পর এক নতুন ধারা যোগ করে চলেছে মানবিক রাজবাড়ী।
লকডাউনের শুরু থেকে রেল স্টেশন এ থাকা অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, একটায় খাবার বিক্রয় করার জন্য ভ্রাম্যমান দোকান চালু, সাবান, মাক্স, খাদ্যসামগ্রী , শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সহ সেবা সহ নানা ধরনের সেবা মূলক কর্মকাণ্ড করছে মানবিক রাজবাড়ী।
মানবিক রাজবাড়ী র ভ্রাম্যমান ১টাকার খাবারের দোকান শহরের বিভিন্ন পয়েন্ট এ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার দিয়েছে এক টাকায়।
উল্লেখ্য করোনা ভাইরাস সংকটের শুরু থেকে গত প্রায় দেড় মাস ধরে রাজবাড়ীতে আটকে পড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকসহ দুস্থ-অসহায় , দিনমজুর, ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করে চলেছে সাংবাদিক রবিউল ইসলাম খন্দকার মজনু’র সংগঠন ‘মানবিক রাজবাড়ী’। প্রথম দিকে বিনামূল্যে এই খাবার বিতরণ করা হলেও এখন জনপ্রতি প্রতিকী ১টাকার বিনিময়ে এই খাদ্য বিতরণ করা হচ্ছে।
সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম খন্দকার (মজনু) জানান, করোনা ভাইরাসের কারণে রাজবাড়ী জেলাকে লকডাউল ঘোষণা করার পর বিপাকে পড়ে এখানে কাজ করতে আসা উত্তরবঙ্গের শ্রমিকরা। গণপরিবহন বাস-ট্রেন বন্ধ থাকায় বাড়ী ফিরে যেতে না পারার পাশাপাশি কর্মহীন হয়ে তারা অত্যন্ত করুণ অবস্থার মধ্যে পড়ে। তাদেরজন্য রেল স্টেশন, কেন্দ্রীয় ঈদগাহ এক টাকায় খাবার দেওয়া হয়।
এ অবস্থায় আমার সংগঠন ‘মানবিক রাজবাড়ী’র সদস্যদের নিয়ে তাদের পাশে দাঁড়াই। প্রথম দিকে আমরা নিজেদের অর্থায়নে তাদের খাবার ব্যবস্থা করলেও বর্তমানে জেলা আওয়ামী লীগের একজন নেতা এ কার্যক্রমে অর্থায়ন করছেন, তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলে তার নাম বলতে পারছি না। প্রথমে আমরা বিনামূল্যেই খাবার দিয়ে আসছিলাম।
কিন্তু যাদেরকে এই খাদ্য সহায়তা দিচ্ছি তারা যেন ভিক্ষা মনে করে আত্মগ্লানিতে না ভোগে সে জন্য পরবর্তীতে তাদের কাছ থেকে প্রতিকী ১ টাকা করে নেয়া হচ্ছে। বর্তমানে রমজান মাস হওয়ায় আমরা প্রতিদিন প্রায় ১০০ জনের মধ্যে ইফতারসহ রাতের খাবার এবং সেহরীর খাবার বিতরণ করেছি। এবার প্রতিবন্ধীদের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সহায়তায় প্রায় শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে সাবান ও মাক্স বিতরণ করা হয়েছে।
এর আগে ৯ মে শনিবার থেকে চালু করা হয়েছিল একটি ভ্রাম্যমান ১ টাকার দোকান। অটো যোগে শহরের বিভিন্ন স্থানে থাকা অসহায় মানুষ যাতে ইফতার ও খাবার খেতে পারে সে কারনেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
কেউ এ কার্যক্রম আমাদের পাশে এসে দাঁড়াতে চাইলে আমরা তাকে স্বাগত জানাবো।
বাংলারদর্পন