মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে গাঁজাসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জানান, এসআই(নিঃ) গবিন্দ লাল দে , এসআই(নিঃ) এনামুল হক মন্ডল ও এএসআই(নিঃ) শরিফুল এর নেতৃত্বে সঙ্গীয় ডিবি ফোর্স সহ- মাদারীপুর জেলা শিবচর থানাধীন সূর্যনগর এলাকা থেকে (১) মোঃ মঞ্জু খাঁ(৩০) পিতাঃ- মোঃ মোমরেজ খাঁ, কে মাদারীপুর জেলা গোয়েন্দ শাখা (ডিবি) ০৫ কেজি গাজা সহ হাতেনাতে গ্রেফতার করে ।
শিবচর থানায় একটি মামলা রুজু করা হয় ।