করিমগঞ্জ উপজেলা উপ-নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন

আশরাফ আলী সোহান:  কিশোরগঞ্জ থানাধীন করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ শূণ্য হওয়া সাপেক্ষে  উপ-নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷
আগামী 4 নভেম্বর অনুষ্টিত হতে যাচ্ছে উপনির্বাচন তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করবে বলে জানান করিমগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোস্তফা কামাল৷
জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমাদের পক্ষ হতে প্রার্থী থাকবে ইনশাআল্লাহ৷ তিনি আরো জানান বৃহস্পতিবারের মধ্যে আমাদের প্রার্থী বাছাই সম্পন্ন হবে এবং শনিবারে আমরা মোনোয়নপত্র জমা দিবো৷
বর্তমানে আওয়ামী- বিএনপির পাশাপশি চরমোনাই পীর সাহেব নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় সকল নির্বাচনে অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং তুলনা মূলক ভাল জনসম্পৃক্ততা দেখা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *