নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটকের পর ভাঙচুর চালিয়েছে বিএনপি। সহিংসতা পরবর্তী ঘটনার জেরে হাসান উদিন সরকারের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, হাসান উদ্দিন সরকারের বাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা রয়েছেন। সেখানে গ্রেপ্তার আতংকে রয়েছেন তাঁরা।
রোববার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের স্থগিত হওয়া নির্বাচনে প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করা হয়।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রোববার হাইকোর্টের একটি বেঞ্চে এই নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়।