ঠাকুরগাঁওয়ে শতভাগ পাশ করেছে ৬ টি প্রতিষ্ঠান | বাংলারদর্পন 

জানে-আলম শেখ , ঠাকুরগাঁও :

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ঠাকুরগাঁও জেলার ৩০৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তবে এদের মধ্যে একটি বিদ্যালয়ের ১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১ জনই পাশ করেছে।

 

দিনাজপুর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে ঠাকুরগাঁও জেলার লহুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ১জন, বিপিবি উচ্চ বিদ্যালয়ের ২০ জন, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৭ জন, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮২ জন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১১ জন, ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের ৬৮ জন, আরকে স্টেট কলেজের ১২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ ফলাফল অর্জন করেছে।

 

এছাড়াও রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭ জন, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪২ জন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭ জন, ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, আরকে স্টেট কলেজের ০৮ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *