সিংগাইরে কিস্তির চাপে অাতঙ্কিত ক্ষুদ্র ঋণগ্রহীতারা | বাংলারদর্পন

অনিমেষ দাস (সিংগাইর,মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলার সিংগাইরের জয়মন্টপে দীর্ঘদিন লকডাউন ও রেড জোনে কর্মহীন মানুষের কিস্তির নামক মরণব্যাধি এখন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়ে।

ক্ষুদ্র ঋণগ্রহীতাদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধে বাধ্য করা যাবেনা,এই মর্মে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির বিধিনিষেধ জারি করলে-ও কতিপয় এনজিও কর্মকর্তা এসব মানতেই চাচ্ছে না।

বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় এনজিও প্রতিনিধি মানিকগঞ্জ জেলার সিংগাইরের জয়মন্টপে ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধে বাধ্য করছে!অনেকেই লাঞ্ছিত হবার ভয়ে সুদ করে টাকা এনে কিস্তি পরিশোধের চিন্তা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অশ্রুসিক্ত চোখে বলেন,করোনা সংক্রমণের কারণে অামরা এমনিতেই কর্মহীন তারউপর অাবার কিস্তির চাপ।এমনটা হলে, অামাদের মতো গরীব মানুষেরা অার এ যাত্রায় বাঁচবে না।

জয়মন্টপের অারেক ভুক্তভোগী ঋণগ্রহীতা ইলেট্রিক মেকানিক অহিদুল ইসলাম বলেন অাজকেও অামাকে কিস্তির চাপ দেয়;অবশেষে অামি দিশেহারা হয়ে মোবাইলে এনজিও প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে কথা বলে কোনরকমে থামিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *