রামগড়ে ৩বাঙালীকে পিটিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা

মোশারফ হোসেন, রামগড় :
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের প্রেমতলা এলাকায় ১১ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সন্ত্রাসীরা ৩ জন বাঙ্গালীকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

রামগড় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব‍্যাক্তিরা হচ্ছে নুরপুর এলাকার সাইফুল ইসলাম (২৮) বল্টুরামটিলা এলাকার সিএনজি অটোরিক্সা চালক আবুল কালাম(৫৫)ও তাহার মেয়ের জামাই একঐ পেশার সাইফুল ইসলাম (২২)।

আহত নুরপুরের সাইফুল বলে আমি প্রতি দিনের মত বনমোরগ শিকারে গেলে কিছু উপজাতী যুবক আমাকে নুরপুর থেকে অপহরন করে আন্তুুপাড়ায় নিয়ে লাঠিদিয়ে খুব মেরে আটক করে রাখে, আরেক আহত ব‍্যাক্তি আবুল কালাম জানান ইউপিডিএফ এর এরিয়া কমন্ডার সজল আমাকে আর আমার মেয়ের জামাইকে ফোন করে প্রেম তলা যেতে বলে, আমরা ওখানে পৌঁছামাত্র আমাদের কে পিটিয়ে আটক করে রাখে।

আহতদের স্বজনরা জানায় আমরা খবর পেয়ে এলাকার বাঙ্গালীদেরকে সংগঠিত করে আহতদের উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করিয়েছি।
রামগড় থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ জাকারিয়া জানান ঘটনার পরপরই হাসপাতালে এসে ৩ জনের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে,এই ঘটনায় এখনও কেহউ থানায় লিখিত অভিযোগ দাখিল করেনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব‍্যাবস্থা নেওয়া হবে।

এদিকে এই ঘটনার নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *