মোঃ আলাউদ্দীন :
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন বাদামতলা কলসী দিঘীর পাড়স্থ আলী মিয়া চেরাগের বাড়ীতে (জনৈক ভাড়াটিয়া) দেশীয় তৈরি চোলাই মদ মজুদ করে বিক্রয় করে আসছে। ২৮ এপ্রিল ১২ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী আবুল কাসেম (৫৫), পিতা- মৃত সালেহ আহম্মদ, গ্রাম- বাদামতলা, কলসী দিঘীর পাড় (আলী মিয়ার চেরাগ পাড়া), থানা- বন্দর, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর বাসা তল্লাশী করে ড্রাম, প্লাষ্টিকের জারিকেন, প্লাষ্টিকের কন্টিনারে বিভিন্ন স্থানে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৬৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।