ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে পাকা সড়ক, ব্রীজ, মসজিদ সহ ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ বি.কম, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ধর্মপুর ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাকা, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের কোম্পানি বাজার থেকে ছনুয়া বাজার সড়ক উন্নয়ন, তেতৈয়া কান্তার পুকুর সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন, বোগদাদিয়া ভাই ভাই মুক্তিযযোদ্ধা জাফর ইকবাল সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন, পূর্ব ছিলোনীয়া দাওয়াখানা রুহুল আমিন পোস্ট মাস্টার সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন, ছনুয়া ইন্টারভিলেজ সড়ক মেরামত উন্নয়ন, ছনুয়া ভূঞার দোকান থেকে ছনুয়া বাজার সড়ক মেরামত কাজের উদ্বোধন, উত্তর ছনুয়া ফয়েজ আহম্মদ সড়ক উদ্বোধন ও উত্তর ছনুয়া বায়তুল হামদ জামে মসজিদেরর দ্বিতল ভবন উদ্বোধন করা হয়।