মোঃ ইমাম উদ্দিন (সুমন), নোয়াখালী প্রতিনিধিঃ
নিজেরা করি সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জাহাঙ্গীর আলম বুলবুলের মৃত্যুতে সুবর্ণচরে অনুষ্ঠিত হল শোক সভা। চরজব্বর ভূমিহীন সমিতির আয়োজনে বুধবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলার পাংখার বাজার হাইস্কুল মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আ.লীগ নেতা আব্দুর রব, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ভূমিহীন নেতা সিরাজ হায়দার বেলাল, শফিক নেতা, বশির, জসিম, মোস্তাফা ক্বারী, সোহাগ, পরিতোষ দেবনাথ,নিজেরা করি সংস্থার মাঠকর্মী লাকী আক্তার, আমেনা, রহিমা, সিরাজুল হক খোকন, অনুষ্ঠান পরিচালনায় আবু কালাম মাষ্টার। বক্তারা জাহাঙ্গীর আলম বুলবুলের উন্নয়ন কর্মকান্ড, ভূমিহীনদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন এবং তার দুলর্ভ জীবনের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে গত ১৭ই নভেম্বর সকাল ৭টায় ঢাকা থেকে বাস যোগে তার নিজ বাড়ি যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।