কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

 

কামরুল হাসান>>>>

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহাদাত হোসেন স্বপনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার সময় উপজেলার রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মো: ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেড়ীবাঁধ সংলগ্ন এলাকা থেকে  কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল মজিদ ও উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রবিউল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহাদাত হোসেন স্বপন কে(৩৮) গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, সেনবাগ ও চাঁদপুরের শাহরাস্তি থানায় খুনসহ ডাকাতির মামলায় ১২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এদিকে ডাকাত সর্দার শাহাদাত হোসেনের গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে উল্লাস প্রকাশ করেছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন পলাতক অবস্থায় থেকে মাঝে মাঝে এলাকায় এসে সে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে সে পালিয়ে যেত। তার গ্রেফতারে এলাকায় ডাকাতির ঘটনা কমবে বলে স্থানীয়রা মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *