দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশঃ ২৯-১১-২০১৬।
:
দীর্ঘ সময় পাড়ি দিয়ে শেষ বয়সে এসে ৭০ বছর বয়সি দিনাজপুরের হিলি- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আকরাম হোসেন মণ্ডল বিয়ে করলেন ২০ বছর বয়সী এক তরুণীকে। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।
সোমবার রাত ৮টার দিকে হিলির রাজধানীমোড় এলাকার গোলাম মোস্তফার ২০ বছর বয়সী মেয়ে দিপি আকতারের সাথে ৫ লাখ ১ টাকা দেনমোহরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
স্থানীয়রা জানান, বিয়েটি অনুষ্ঠিত হয় কন্যার বাড়িতে রাজধানী মোড় এলাকায়। নগদ ১ লাখ টাকা মোহরানা পরিশোধ এবং ৪ লাখ টাকা বাঁকিতে উভয়ের সম্মতি ক্রমে বিয়ে পড়ানো হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগমসহ ১৮-২০ জন বরযাত্রী বিয়েতে অংশ গ্রহণ করে।
এদিকে বিয়ের খবর রাতেই ছড়িয়ে পড়লে বর-কনেকে দেখার জন্য বিয়ে বাড়িতে ভীর জমাতে থাকেন উৎসুক জনগণ।
বিয়ের খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল।