মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অমল মজুমদার (৭০)। তিনি দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হরিহরপুর গ্রামের অমেশ মহাজন বাড়ীর বাসিন্দা। উপজেলার মিঠাছরা বাজারে অমল ষ্টোরের স্বত্তাধিকারি ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী শিমুল বলেন, বুধবার সকালে অমল মজুমদার রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে জুরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ ফিরোজ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে মৃত্যুর খবর নিশ্চিত নেই।