ফেনীর শর্শদিতে পল্লীবিদ্যুত সাব-স্টেশনে বিদ্যুত বিতরণ ক্ষমতা রেড়েছে

 

মো. রিয়াদ হোসেন:

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুরে ৩০ অক্টোবর সোমবার সকালে সাব-স্টেশনটির কার্যক্ষমতা ১৭০ এমভিএ উন্নীত করা হয়েছে।এই উপ-কেন্দ্রটি বিগত কয়েক বছর পূর্বে জাহানপুর ও তার আশ-পাশের এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত প্রদানের লক্ষে ১৬০ এমভিএ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

সময়ের প্রয়োজন ও এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য চলতি বছরে এই স্টেশনের কার্যক্ষমতা আরও ১০ এমভিএ বাড়ানোর কাজ হাতে নেয় ফেনী পবিস। তারই ধারাবাহিকতায় এই উপ-কেন্দ্রটি দক্ষ ইন্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমে নতুন আঙ্গিকে একধাপ এগিয়ে যায়।

এবিষয়ে ফেনী পবিস’র জেনারেল ম্যানেজার মিজানুর রহমান জানান, এই নতুন ইউনিটটি চালু হওয়ার ফলে প্রতিষ্ঠানটির ভিতরণ উপ-কেন্দ্রের ক্ষমতা ১৬০-১৭০ এমভিএ উন্নীত হয়েছে। ফলে সেচ মৌসুমে কৃষকসহ স্থানীয় এলাকাবাসী এর সুফল ভোগ করবে বলে আমরা আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *