শফিকুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন

 

 মোঃ আলাউদ্দীন :

রাউজানের সালামত উল্ল্যাহ্  উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  বিদ্যালয় পরিচালনা পরিষদের  সাবেক সভাপতি মরহুম  আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী ‘র ” প্রথম মৃত্যু  বার্ষিকী যথাযোগ্য মর্যাদা সাথে পালিত হয়। আজ

সোমবার রাউজান ছালামত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম মিলনায়তনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি  আলহাজ্ব  ম মনঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে  মরহুম শফিকুল ইসলাম  বেবীর ” প্রথম মৃত্যু  বার্ষিকী  উপলক্ষে  এক স্মরণ সভা অনু্ষ্ঠিত  হয়।   অরুন বিজয় দাশের পরিচালনায়  স্মরণ সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত   ছিলেন  চট্টগ্রাম  সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  মোহাম্মদ  আলী।

 

স্মরণ সভায়  বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা  মাধ্যমিক  শিক্ষা  অফিসার  মোঃ সাইফুল ইসলাম,  বক্তব্য রাখেন  মরহুমের পুত্র ও  বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি   সাইফুল ইসলাম চৌধুরী  রানা,  পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি  তছলিম উদ্দিন,   বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য  শফিউল আলম ,  ডা. মৃদুল কান্তি,   সাংবাদিক  মীর আসলাম,    সাংবাদিক  শফিউল আলম,  সাংবাদিক জাহেদুল আলম,  সাংবাদিক  প্রদীপ  শীল, সাংবাদিক  তৈয়ব চৌধুরী,    বিদ্যালয়ের প্রধান শিক্ষক  স্বপন কুমার বনিক, সভায়  আরো উপস্থিত  ছিলেন  বিদ্যালয়ের  সহকারী  প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,  সোলায়মান,  আবদুল হাই, শিক্ষক   হাবীবুল হোসাইন,    তপন দে, জানে আলম বাবুল,  আমিনুল ইসলাম মঞ্জু,   আলমগীর চৌধুরী,   অনুপ চক্রবর্তী,  মোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *