ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি

ফেনী:
যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডের শতাধিক গ্যারেজ এবং ওয়ার্কশপ’র মালিক ও কর্মচারিগণ। দোকানে তালা দেয়ায় ভাড়া নিয়ে হতাশায় ভূগছেন ৫০টি ঘর মালিক।
সরজমিনে জানা যায়, গ্যারেজ, ওয়ার্কশপ ও স্পেয়ার পার্টস জন্য নির্ধারিত স্থান ছিল ফেনী শহরের হাসপাতাল রোড। যুগযুগ ধরে এখানেই গড়ে উঠেছে দুই শতাধিক গ্যারেজ ও ওয়ার্কশপ। এখানকার ওয়ার্কশপে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন হাজার হাজার কর্মচারি। এসব ওয়ার্কশপের সামনে সড়ক প্রায়ই যন্ত্রপাতি আর ভাঙা গাড়ীর দখলে থাকতো। এতে পরশুরাম-ফেনীর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে যানজট লেগে থাকতো।

২০২০সালে সড়ক সংস্কারের সময় যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে গ্যারেজ স্থানান্তরের উদ্যোগ নেয় ফেনী পৌরসভা। কয়েকটি গ্যারেজ ও ওয়ার্কশপ ইতিমধ্যে শহরতলির রানিরহাট এবং লালপুলসহ বিভিন্ন স্থানে স্থানান্তর হয়েছে।

গ্যারেজ মালিক সিরাজুল ইসলাম কোম্পানী বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি আমাদেরকে অন্যত্র স্থানান্তর হওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা জায়গা পাচ্ছিনা তাই সময় চেয়েছি। মেয়র সাহেবও আমাদের সময় দিয়েছেন। কিন্তু হঠাৎ গত ১৮জানুয়ারি কিছু যুবক কোন কিছু না বলে মালিক ও কর্মচারীদের বের করে দিয়ে দোকানে তালা দিয়ে চলে যান। যাওয়ার সময় তারা স্থানীয় কাউন্সিলর বাহার উদ্দিন ও মোঃ লিটনের সাথে দেখা করতে বলেন।

বিরাজ মজুমদার মার্কেটের ওয়ার্কশপ মালিক নুর নবী বলেন, আমরা শুনেছি দুইশ বছর যাবত এখানে গ্যারেজ ব্যবসা চলছে। হঠাৎ কেন বন্ধ করেছে জানিনা। আমরা কোথায় যাবো ? গত ১২দিন বাসার বাজার করতে পারিনি । কর্মচারিদের বেতন দিতে পারিনি। আমরা দিশেহারা। দোকান মালিক টিপু ভূঞা বলেন, আমরা আমাদের দোকান-ব্যবসা রেখে কোথায় যাবো ? সড়কের দখল ছাড়তে বলেছেন, আমরা বাড়তি দখল ছেড়েছি। ব্যবসা ধরণ পরিবর্তণ করতে সময় দিতে হবে।

ভবন মালিক গোপাল মজুমদার বলেন, আমাদের মার্কেটে ৩টি গ্যারেজ আছে। তাদের গ্যারেজে পৌর কাউন্সিলর তালা দিয়েছিলেন। বিশেষ অনুরোধে তাদেরকে ৩১জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে । তারা কোথায় যাবে? এটা গ্যারেজ ও ওয়ার্কশপ এলাকা। এখানে অন্য দোকান চলেনা । পৌরসভার এমন সিদ্ধান্তে দোকান মালিক ও কর্মচারীর মত আমরা ভবন মালিকগনও লোকশানের মুখে পড়েছি।

এ ব্যাপারে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বলেন, ব্যস্ততম এই আঞ্চলিক মহাসড়কের যানজট নিরসনে দুবছর আগে গ্যারেজ স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছিল। ভবন মালিক ও দোকানীদের অবহিত করা হয়েছিল। সড়ক উদ্বোধনকালে ফেনী সদরের এমপি ও পৌর মেয়র সবাইকে ডেকে জনস্বার্থে পৌরসভার সিদ্ধান্ত মেনে গ্যারেজগুলো স্থানান্তরের জন্য অনুরোধ করেছেন। অনেকে ইতিমধ্যে স্থানান্তর করেছেন। গত কিছুদিন পূর্বেও তাদেরকে সময়সীমার বিষয়টি অবহিত করা হয়েছে। যারা সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের দোকানে তালা দেয়া হয়েছে। এখনো যারা ব্যবসা পরিবর্তন কিংবা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন তাদের চাবি দিয়ে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *