ফেনী প্রতিনিধি : সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ২২আগস্ট বুধবার সকালে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে মরহুমের বাড়ীর দরজায় রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন, সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, উপজেলা নির্বাহি অফিসার সোহেল পারভেজ, সোনাগাজীর পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, নাছির উদ্দিন প্রমুখ।