ফেনীর পরশুরামে অা’লীগের  দু’ গ্রুপে সংঘর্ষ :আহত ১০

 

ফেনী প্রতিনিধি :

ফেনীর পরশুরামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অা’লীগের  দু’ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা অন্তত ১০জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সুবার বাজার এলাকায় এ ঘটনায় ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মির্জানগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান ভুট্টু ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল বারী মনসুরের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। পূর্ব দ্বন্ধের জের ধরে বুধবার দু’ গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মোহাম্মদ সাদ্দাম (২২), সাব্বির (২৫), নবী (২২), ফিরোজ (২১), মোহাম্মদ ইয়াকুব (২০), আবু বক্কর ছিদ্দিকসহ (৪০) অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *