কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন 

প্রশান্ত সুভাষ চন্দ :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদে আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

আজ ২২আগস্ট বুধবার বিকাল ৫টায় ব্যারিষ্টার মওদুদ আহমদ তাঁর নিজ বাড়িতে এবং উপজেলা আ’লীগ সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে পৃথক পৃথক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

 

সংবাদ সম্মেলনে ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, সরকার দল পুলিশ দিয়ে আমাকে অবরূদ্ধ করে রেখেছে। নেতাকর্মীদেরকে হয়রানীসহ গ্রেফতার করা হচ্ছে। আমার সাথে কাউকে দেখা করতে ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দিচ্ছেনা। তিনি বলেন, পুলিশের পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীরাও রাস্তায় অবস্থান করছে। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব কিছু জেনেও কোন ব্যবস্থা নেননি বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

 

মওদুদ আহমদ বলেন, পুলিশী বাধা উপেক্ষা করে দলীয় নেতাকর্মী নিয়ে আমি বাড়ি থেকে বের হতে পারি। কিন্তু আমি বের হলে ঝামেলা হতে পারে। আমি কোন ঝামেলা চাইনা। তাই বের হচ্ছি না। সময় হলে সব বাধা ডিঙ্গিয়ে যাবেন বলেও তিনি সাংবাদিকদের বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান রিপন, যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, ছাত্রদল সভাপতি ফজলুল কবির ফয়সল ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজনসহ দলীয় নেতৃবৃন্দ প্রমুখ।

 

মওদুদ আহমদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই উপজেলা আ’লীগের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে মওদুদ আহমদের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল মওদুদ আহমদের বক্তব্যকে জঘন্যতম মিথ্যাচার বলে উল্লেখ করে সাংবাদিকদের বলেন, মওদুদ আহমদকে কেউ অবরূদ্ধ করে রাখেনি। যার প্রমান, তিনি গতকাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও কবিরহাট উপজেলার একটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেছেন।

বাদল বলেন, তিনি আওয়ামী সন্ত্রাসী বলে কি বুঝিয়েছেন তা আমাদের বোধগম্য নয়। আমাদের দলীয় কোন নেতাকর্মী আজ রাস্তায় নেই। সকলে ঈদের কাজে ব্যস্ত।

 

মিজানুর রহমান বাদল বলেন, দলীয়ভাবে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তিনি এসব নাটক করছেন। কারন কেন্দ্রীয়ভাবে ও স্থানীয়ভাবে তিনি দলের মাঝে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন।

 

আ’লীগ দলীয় কার্যালয়ে সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রশিদ মঞ্জু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *