জাতীয় শোক দিবসে ব্লাড ব্যাংকের জন্য রক্ত সংগ্রহের উদ্যোগ নিয়েছেন সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এবার দেড় হাজার ব্যাগ রক্ত সংগ্রহের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

 

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা রাউজানের এ সংসদ বলেন, ১৫ আগস্ট সুষ্ঠুভাবে রক্তদান সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমরা। ইতিমধ্যে দেড় হাজারের বেশি ব্লাড সংগ্রহের বিশেষ ব্যাগ কিনেছি আমরা। সন্ধানীসহ বিভিন্ন ব্লাড ব্যাংকের জন্য ১৭টি বুথ তৈরি করেছি। স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষের তালিকা তৈরি করছি। বলাই বাহুল্য তরুণদের উচ্ছ্বাসই বেশি এ ব্যাপারে। আমরা সংগৃহীত সব রক্ত বিনামূল্যে যাতে রোগীরা পায় সে ব্যবস্থা করেছি।

 

নিজেও একসময় নিয়মিত রক্ত দিতেন উল্লেখ করে ফজলে করিম চৌধুরী বলেন, এখন বয়স হয়ে গেছে। তারপরও যারা রক্ত দিয়ে জীবন বাঁচায়, নিষ্পাপ শিশুর মুখে হাসি ফোটায় তাদের আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে রক্ত দিয়েছেন এদেশের মানুষকে ভালোবেসে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, দেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে লড়াই করছেন। আমরা নিজ নিজ অবস্থান থেকে রক্ত দিয়ে হলেও মানুষের কল্যাণ করতে পারি। এ বোধটুকু ছড়িয়ে দিতেই ১৫ আগস্টকে বেছে নিয়েছি আমরা। গত বছরও এক হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছিলাম রাউজান থেকে। আমরা রক্তকে গুরুত্ব দিচ্ছি কারণ এর বিকল্প বা কৃত্রিম কিছু নেই।

 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রক্ত দেওয়ার সময় অনেক রোগের পরীক্ষা হয়ে যায়। এতে একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। আবার অনেকে আছেন রক্ত দিতে ভয় পান, তাদের ভীতিও দূর হয় শত শত মানুষের রক্ত দেওয়ার উৎসব দেখে।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) রাউজান উপজেলা পরিষদ চত্বরে খতমে কোরআন, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও কাঙালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান বক্তা থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম ও রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

 

রাউজান উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে এবার ৩০ হাজার মানুষের মেজবান দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। এ ছাড়া ১৪ আগস্ট শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা সদরে ১৫ হাজার মানুষের জন্য ভোজের আয়োজন করছেন। উপজেলার প্রতিটি মঠ-মন্দিরের পুরোহিতদের মধ্যে বিতরণ করা হচ্ছে বস্ত্রসামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *