ফেনী প্রতিনিধি :
চট্টগ্রামের ব্যবসায়ী গোপাল দাসকে ফেনীতে আটক করে ২০টি স্বর্ণের বার ডাকাতি ও লুন্ঠন করার অভিযোগে দায়ের করা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেফতারকৃত ডিবির এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এস আই নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানাকে ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
শনিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন।
শুনানী শেষে ফেনীর সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।
এর আগে গত বুধবার দুপুরে শুনানী শেষে গ্রেফতারকৃত ডিবি ওসি সাইফুল ইসলামকে ৪ দিন ও এসআই মোতাহের হোসেন ,এসআই মিজানুর রহমান , এসআই নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান।
এ মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।